মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এ সিদ্ধান্তকে অসম্মানজনক দাবি করে বলেন, সারাদেশের চিকিৎসকরা যখন বিশ্ব মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় নিরলসভাবে কাজ করছেন, তখন বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতির এই ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত ও দুঃখজনক।
‘বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির সময় এককালীন ১৮ লাখ টাকা নেওয়া হয়।
অনতিবিলম্বে বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতিকে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ ধরনের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারে সমিতিকে বাধ্য করবে বলে হুঁশিয়ারি জানানো হয় বিবৃতিতে।
গত ৪ মে বাংলাদেশ বেসরকারি মেডিক্যাল কলেজ মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, করোনাকালীন বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য স্টাফদের ঈদুল ফিতরের বোনাস না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমএইচ/এইচজে