শনিবার রাতে ঢামেকের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব-কমিটির প্রধান প্রফেসর ডাক্তার এম এ খান বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বেচ্ছায় প্লাজমা দানকারী করোনাজয়ী চিকিৎসক দিলদার হোসেন সোহরাওয়ার্দী হাসপাতালের কিডনি রোগ বিভাগের মেডিক্যাল অফিসার, অন্যজন মিটফোর্ড হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট ডা. রওনক জামিল।
‘অতিরিক্ত হার্টের রোগে ভুগছেন বা উচ্চমাত্রার ডায়াবেটিক, যাকে ইনসুলিন নিতে হচ্ছে, এমন রোগীর কাছ থেকে প্লাজমা সংগ্রহ না করাই ভালো। আমরা করোনাজয়ী ১৮ থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করবো। ’
আগামীকাল রোববার (১৭ মে) সকালেও করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হবে বলে জানান এ চিকিৎসক। তিনি বলেন, এরই মাঝে আমাদের সঙ্গে এ ব্যাপারে এটিএন নিউজের সাংবাদিক আশিকুর রহমান যোগাযোগ করেছেন। তিনি প্লাজমা দিতে রোববার সকালে হাসপাতালে আসবেন।
‘অনেকেই যোগাযোগ করা শুরু করেছেন। এই প্লাজমা সংগ্রহ প্রতিদিনই চলবে। যদি সবকিছু ঠিক থাকে, আশা করি আগামী সপ্তাহের শেষের দিকে করোনায় শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু করা হবে। ’
আরও পড়ুন::
ঢামেকে প্লাজমা সংগ্রহ শুরু, দিচ্ছেন করোনাজয়ী চিকিৎসক
করোনা থেকে সুস্থ ব্যক্তিরা প্লাজমা দিতে এগিয়ে আসুন
ঢামেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি, করোনা চিকিৎসায় নতুন আশা
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মে ১৬, ২০২০
এজেডএস/এইচজে