ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা করোনার টিকা নিলেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের ভিআইপি বুথ থেকে টিকা নেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা টিকা নেওয়ার পর জানান, টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করার পর মোবাইলে এসএমএম আসে। সেই এসএমএসের নির্ধারিত সময়ে টিকা নিতে এসেছি। টিকা নেওয়ার ৩০ মিনিটের মধ্যে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। কোনো ভয়-ভীতি না নিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের ভিআইপি বুথ থেকে টিকা নেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
পিএস/কেএআর