ঢাকা: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন ১৬টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে উন্নীতকরণের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইসরাত জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর, খুলনা, বগুড়া, দিনাজপুর, কমিল্লা, নোয়াখালী, যশোর, টাঙ্গাইল, কক্সবাজার, সাতক্ষীরা, ফেনী, ভোলা, গোপালগঞ্জ, নীলফামারী, জামালপুর, হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে উন্নীত করতে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ২০ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিনির্ধারণী কমিটির সভায় ১৬টি নার্সিং ইনস্টিটিউটকে কলেজে উন্নীতকরণের জন্য সুপারিশ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
পিএস/এএ