ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় হঠাৎ বাড়ছে মৃত্যু-আক্রান্তের সংখ্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
করোনায় হঠাৎ বাড়ছে মৃত্যু-আক্রান্তের সংখ্যা 

ঢাকা: দেশে হঠাৎ বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন।

যা গত ১৯ দিনের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ১৩ মার্চ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ১২ জন, ১২ মার্চ ১৩ জন, ১১ মার্চ ৬ জন, ১০ মার্চ ৭ জন, ৯ মার্চ ১৩ জন, ৮ মার্চ ১৪ জন, ৭ মার্চ ১১ জন, ৬ মার্চ ৬ জন, ৫ মার্চ ৭ জন, ৪ মার্চ ৭ জন, ৩ মার্চ ৫ জন, ২ মার্চ ৭ জন, ১ মার্চ ৮ জন। এর আগে ২৩ ফেব্রুয়ারি একদিনে ১৮ জন মারা গেলেও ২৪ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর সংখ্যা ওঠানামা করলে ১৮ জন ছাড়ায়নি।

সোমবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৫৪৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৫৯ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১ হাজার ২৩৫ শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য-উপাত বিশ্লেষণ করে এমন তথ্য উঠে এসেছে।

দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। ওই বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত রোগী। আর ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যু হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে বিপদের শঙ্কা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ দেন তিনি।

** করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্ত ১১৫৯

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।