ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মেডিক্যালের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
মেডিক্যালের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা প্রতীকী ছবি

ঢাকা: আসন্ন মেডিক্যালের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভায় বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা শুরু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মেডিক্যালের ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলোচনা সভা শেষে ব্রিফিং করে সিদ্ধান্ত জানানো হতে পারে।  

কর্মকর্তারা জানান, করোনার মধ্যে মেডিক্যালের ভর্তি পরীক্ষা পেছাতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২ এপ্রিল মেডিক্যাল এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।