ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চলতি বছর ফেনীতে একদিনে সর্বোচ্চ শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
চলতি বছর ফেনীতে একদিনে সর্বোচ্চ শনাক্ত

ফেনী: ফেনীতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) ফেনীতে করোনায় একদিনে সর্বোচ্চ ৫৮ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ফেনীর ১৫৫টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩৮ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ প্রতি দু'টি নমুনার মধ্যে একটি পজিটিভ।

আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ১৫ জন, ছাগলনাইয়ায় ১৭ জন, পরশুরামে ১১ জন, দাগনভূঞায় ৬ জন, সোনাগাজীতে ৭ জন ও ফুলগাজীতে একজন ও জেলার বাইরে একজন রোগী রয়েছে। আক্রান্তদের মধ্যে বিদেশগামী যাত্রী রয়েছেন ১২জন।  

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬২ জনে দাঁড়িয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে ২১ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৯ দিনে মোট ৫৭৪টি নমুনা পরীক্ষায় ১৫৯ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।