ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় একদিনে করোনারোগী শনাক্ত ২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
বগুড়ায় একদিনে করোনারোগী শনাক্ত ২৯

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২৯ জনের। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ জন।

এ সময়য়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।

বুধবার (৩১ মার্চ) দুপুর পৌঁনে ১টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৬টি নমুনার মধ্যে ৯ জনসহ মোট ২৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৮২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন নয় হাজার ৮২৬ জন। এছাড়া মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৬১ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ২৯৫ জন। নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে ২৪ জন বগুড়া সদরের, শাজাহানপুর উপজেলার ৩ জন এবং বাকি দু’জন শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।