ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে করোনা টিকার ২য় ডোজ নিয়েছেন অনেকেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ঢামেকে করোনা টিকার ২য় ডোজ নিয়েছেন অনেকেই ...

ঢাকা: ঢাকা মেডিক্যাল হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন অনেকেই। ২৮ মার্চ থেকে ঢামেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়।

বুধবার (৩১ মার্চ) দুপুরে এই বিষয়ে কথা হয় দায়িত্বরত চিকিৎসক ডা. তাসমিনা পারভীনের সঙ্গে।

তিনি জানান, ২৮ মার্চ থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করা হয়। জানুয়ারি মাসে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিল তারা নির্দিষ্ট তারিখে কাগজ নিয়ে এসে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। প্রতিদিনই নিয়ম অনুযায়ী মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিতে আসছেন।

তিনি আরও জানান, ২৮ মার্চ দ্বিতীয় ডোজ টিকার কার্যক্রম শুরু করা হলেও মাঝে একদিন বন্ধ ছিল শবে বরাতের জন্য।

২৮ মার্চ থেকে ৩১ মার্চ দুপুর পর্যন্ত প্রায় ৮২ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। যারা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে- আমরা এমন কোনো অভিযোগ পাইনি।

২৮ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন হাসপাতালটির নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি।

চিকিৎসক রুমি জানান, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি ২৮ মার্চ। খুবই ভালো আছি। সুস্থ আছি এবং সবাই নিয়ম অনুযায়ী টিকা নিন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।