ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাস্ক না পরায় ভোলায় ৬৫ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
মাস্ক না পরায় ভোলায় ৬৫ জনের জরিমানা ছবি: বাংলানিউজ

ভোলা: মুখে মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোলায় চার উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ জনকে ১৩ হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অভিযানে এ জরিমান আদায় করা হয়।

এ নিয়ে গত চারদিনে জেলায় ৪৭৫ জনকে জরিমানা করা হলো।
  
চার উপজেলার মধ্যে ভোলা সদরে ৫১ জনকে আট হাজার ৯৫০ টাকা, দৌতখানে আট জনকে এক হাজার ৯শ’ টাকা, তজুমদ্দিনে তিন জনকে ৮শ’ টাকা ও বোরহানউদ্দিনে তিন জনকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা মহামারি রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করাসহ মাস্ক বিতরণও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।