ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারীতে ২য় ডোজের ৪৮ হাজার টিকা পৌঁছেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
নীলফামারীতে ২য় ডোজের ৪৮ হাজার টিকা পৌঁছেছে

নীলফামারী: নীলফামারীতে করোনা ভ্যাকসিনের ২য় ডোজের ৪৮ হাজার টিকা পৌছেছে।  

বুধবার (৭ এপ্রিল) দুপুরে এসব টিকা গ্রহণ করেন নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

ঢাকা থেকে একটি ফ্রিজার ভ্যানে টিকা নীলফামারীতে নিয়ে যাওয়া হয়। এসব টিকা ইপিআই সেন্টারের স্টোররুমে সংরক্ষণ করা হয়েছে।

নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে জানান, আরও ৪৮ হাজার করোনা ভ্যাকসিন বুঝে পেয়েছি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে ২য় ডোজের টিকা দেওয়া হবে। এর পাশাপাশি যারা প্রথম ডোজের টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরও টিকা দেওয়া অব্যাহত থাকবে।  

তিনি বলেন, ২য় ডোজের টিকার জন্য মোবাইল নম্বরে মেসেজ পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।