ঢাকা: নিউইয়র্ক সিটি হেলথ হসপিটালস, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ও বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় গত ৮ থেকে ১১ এপ্রিল চার দিনব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে ‘জনসন অ্যান্ড জনসন’-এর সিঙ্গেল ডোজ টিকা আগে এলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জানায়, স্বেচ্ছায় টিকাদান কর্মসূচিটি কমিউনিটির সবার কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং কমিউনিটির উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। এ কর্মসূচির সহযোগী নিউইয়র্ক সিটি হেলথ হসপিটালস ও কমিউনিটির সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। কমিউনিটির জন্য প্রদত্ত বিশেষ এ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সোসাইটিকে কনসাল জেনারেল কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। স্বল্প সময়ে টিকাদান কর্মসূচির তথ্যটি কমিউনিটিকে অবহিত করায় নিউইয়র্কের সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন কনসাল জেনারেল।
কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা চালাবে।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
টিআর/আরবি