ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৮৮ জন। একইসঙ্গে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৭৮৪ জন।
এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে ৯৮১ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। প্রথম দিকে টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা গেলেও সে সংখ্যা একেবারেই শূন্যতে নেমে এসেছে বলা যায়। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৭৪ হাজার ৪০৬ জন।
মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৭ জানুয়ারি দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়েছে। এ দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
আরকেআর/এএ