ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় বগুড়ায় আরও ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ৭, ২০২১
করোনায় বগুড়ায় আরও ১ জনের মৃত্যু ...

বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে নওশের আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে রোগী শনাক্ত হয়েছে ৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ জন।

শুক্রবার (০৭ মে) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া নওশের আলী বগুড়ার সদর উপজেলার সুত্রাপুর এলাকার বাসিন্দা।   তিনি বৃহস্পতিবার (০৬ মে) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩টি নমুনার মধ্যে সবগুলোই নেগেটিভ এসেছে। এনিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৫৭ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ১৫ জন। এছাড়া নতুন একজনসহ মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৯ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৬৪৪ জন। নতুন আক্রান্ত ৮ জনের সকলেই বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৭, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।