ঢাকা: ভারতের কোভিড-১৯ আক্রান্তদের সহায়তায় জন্য ওষুধ সামগ্রীর দ্বিতীয় চালান পাঠিয়েছে বাংলাদেশ। কলকাতার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার পেট্রাপোলে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির প্রতিনিধির কাছে এই চালান হস্তান্তর করেছেন।
মঙ্গলবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
উপহারের ওষুধ সামগ্রী নিয়ে চারটি কাভার্ডভ্যান মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে ২৬৭২ বক্স ওষুধ এবং প্রতিরক্ষামূলক আইটেম হস্তান্তর করেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও পররাষ্ট্র মন্ত্রালয়ের সহায়তায় এসব ওষুধ পাঠানো হয়। ওষুধগুলো এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের উৎপাদিত। এই চালানে ১৮টি বিভিন্ন ধরনের কোভিড-১৯ প্রতিরোধক ওষুধ রয়েছে। এই ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টি-বায়োটিকস, প্যারাসিটামলস, বিভিন্ন ধরনের ইনজেকশন, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি।
এর আগে গত ৬ মে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের জনগণের জন্য উপহার হিসেবে ১০ হাজার পিস রেমডেসিভির ওষুধ পাঠিয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ১৮, ২০২১
টিআর/এএটি