বান্দরবান: বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব দেখা দিয়েছে তিনটি পাড়ায়।
শুক্রবার (২১ মে) দুপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অংগী খুমী পাড়ার একজনের মৃত্যু হয়, এ পর্যন্ত তিনটি পাড়ার ৪৫ জন বাসিন্দা এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকায় ঝিরি ঝর্ণা শুকিয়ে যাওয়ায় দূষিত পানি পান করায় গত মঙ্গলবার (১৮ মে) থেকে এলাকাবাসীদের পানিবাহিত রোগ ডায়রিয়া দেখা দেয়। দুর্গম এলাকা হওয়ায় সেখানে চিকিৎসার অভাবে প্রায় তিনটি পাড়ার সবকটি পরিবার এই রোগে আক্রান্ত হয়ে পড়ে।
রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুই শৈথুই মার্মা বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অংগি খুমী পাড়ার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং ৩টি পাড়ার প্রায় ৪৫ জন মানুষ আক্রান্ত হয়েছে। স্থানীয় ঝর্নার পানি শুকিয়ে যাওয়ায় এলাকাবাসী বিভিন্ন উৎস থেকে দূষিত পানি পান করায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাছাড়াও দুর্গম এলাকা হওয়ায় সঠিক চিকিৎসার অভাবে রোগটি দ্রুত সময়ে এলাকায় ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি ওসমানি বলেন, থানচির দুর্গম কয়েকটি এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে আক্রান্ত হয়ে বড়মদক এলাকায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানি আরো বলেন, আমরা সেখানে তিনটি মেডিকেল দল পাঠিয়েছি এবং ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠিয়েছি। দুর্গম এলাকা হওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে ও নৌপথে সেখানে পৌঁছাতে তাদের সময় লাগছে, মেডিকেল দল ফিরে আসলে পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ২১, ২০২১
এনটি