খুলনা: খুলনা বিভাগে আবারও বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে সাত জনের মৃত্যু হয়েছে।
এ সময় উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (৩১ মে) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনার দুই জন, বাগেরহাটের একজন, যশোরের একজন, সাতক্ষীরার একজন, নড়াইলের একজন এবং কুষ্টিয়ার একজন।
একই সময় করোনা পজিটিভ এসেছে খুলনার ৫৩ জনের, বাগেরহাটের ১২ জনের, সাতক্ষীরার ৩৭ জনের, যশোরের ৪৩ জনের, নড়াইলের ৯ জনের, ঝিনাইদহের ৫ জনের, কুষ্টিয়ার ৩৩ জনের, চুয়াডাঙ্গার ১১ জনের এবং মেহেরপুরের ৩ জনের। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন।
বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খুলনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ১৭৬ জন।
এদিকে হঠ্যাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। বিশেষ করে খুলনায় ভারত ভ্রমণ ছাড়াই ভারতীয় ধরনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ খুলনায় বসবাসকারীরা।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ৩১, ২০২১
এমআরএম/কেএআর