ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নওগাঁয় ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ৮, ২০২১
নওগাঁয় ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬ প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় আরো ৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪১ জনে। আর মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৮ জন।

মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মুঞ্জুর-এ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং গতকাল সোমবার নিজ বাসায় আরো দুইজনের মৃত্যু হয়।

এদিকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৬ষ্ঠ দিনের মত এক সপ্তাহের সর্বাত্মক ‘বিশেষ লকডাউন’ চলছে। এই ‘লকডাউন’ মানাতে যথেষ্ট তৎপর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পৌরসভার ২৩টি ও নিয়ামতপুর উপজেলায় ১৮টি পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ‘লকডাউন’ বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ১০টি ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।