ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

১৯ জুন থেকে দেওয়া হবে সিনোফার্ম ও ফাইজারের টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ১৪, ২০২১
১৯ জুন থেকে দেওয়া হবে সিনোফার্ম ও ফাইজারের টিকা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ফটো

ঢাকা: আগামী ১৯ জুন থেকে দেশে চীনের সিনোফার্ম ও বেলজিয়ামের তৈরি ফাইজারের টিকা দেওয়া শুরু হবে।

সোমবার (১৪ জুন) মহাখালীতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার মায়ের মৃত্যুতে অনুষ্ঠিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশকে চীন উপহার হিসেবে মোট ১১ লাখ জোজ সিনোফার্মের টিকা দিয়েছে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হবে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়া হবে।

চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে।

কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দিবে বলে জানা যায়। পাশাপাশি চীনের সিনোফার্মের সঙ্গে এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৪, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।