ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
ঢামেক হাসপাতালে প্রতিদিনই ১৫ থেকে ২০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।
শনিবার (২৬ জুন) ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের নতুন ভবনের এক সূত্রে জানা যায়, ফের দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রতিদিন ১৫ থেকে ২০ জন সাসপেক্টসহ করোনায় আক্রান্ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। পাশাপাশি প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
সূত্রটির দাবি, ঢামেকের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আইসিইউ এখনও চালু হয়নি। তবে আইসিইউ ওয়ার্ডের কাজ প্রায় শেষের দিকে। শিগগিরই ওয়ার্ডটি চালু হবে। ওয়ার্ডটিতে ১২টি বেড ছিল। যেখানে সরাসরি করোনা রোগীদের ভর্তি করা হতো। ক্ষতিগ্রস্ত আইসিইউর পাশেই কয়েকটি বেড নিয়ে সিসিইউ ও পিসিসিইউ চালু রয়েছে। সেখানে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া নতুন ভবনে ওয়ার্ডে ওয়ার্ডে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে। সেগুলো দিয়ে করানো রোগীদের চিকিৎসা দেওয়া হয়। ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ২০ বেডের আইসিইউ রয়েছে। নতুন ভবনের করোনা রোগীদের যদি জরুরি ভিত্তিতে আইসিইউ প্রয়োজন হয় তাহলে বার্ন ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। এছাড়া হাসপাতালের জেনারেল আইসিইউ সাধারণ রোগীদের জন্য।
এদিকে ঢামেকর বার্ন ইউনিটের ওয়ার্ড মাস্টার বাবুল জানান, বার্ন ইউনিটে এখন পর্যন্ত মোট ৯০ জন রোগী ভর্তি রয়েছেন। এখানে করোনা আক্রান্ত সার্জারি, গাইনি ও শিশু রোগীদের ভর্তি নেওয়া হয়।
তিনি জানান, এছাড়া বার্ন ইউনিটে ২০ বেডের একটি আইসিইউ রয়েছে। এখানে নতুন ভবনের করোনা রোগীসহ হাসপাতালে করোনা অন্য রোগীদের আইসিইউতে রাখা হয়। বর্তমানে সেখানে ২০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ও করোনা ইউনিটের প্রধান অধ্যাপক ডা. হাফিজ সরদার বাংলানিউজকে জানান, আবারো করোনার ঊর্ধ্বগতির কারণে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আজকের হিসাব মতে করোনা ইউনিটে ৩৩৮ জন রোগী ভর্তি রয়েছেন। শুক্রবার (২৫ জুন) ছিল ৩০০ রোগীর একটু বেশি।
তিনি জানান, হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ অক্সিজেন ও ওষুধপত্র সবকিছুই পর্যাপ্ত রয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলানিউজকে জানান, আমাদের সবকিছুই পর্যাপ্ত রয়েছে। তবে করোনা রোগীর সংখ্যা এখন বাড়ছে। নতুন ভবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আইসিইউ নতুন করে আবার তৈরি করা হয়েছে। কাজ প্রায় শেষের দিকে।
করোনা নিয়ন্ত্রণের জন্য সরকার যে লকডাউনের ঘোষণা করেছে তা সঠিকভাবে পালন করতে অনুরোধ জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক নাজমুল হক।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এজেডএস/আরআইএস