ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৬১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৬১ হাজার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৬৩ লাখ ৬ হাজার ৯৩০ জন।

একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬০ লাখ ৬১ হাজার ৬৮২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ কোটি ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৪১৩ জন। আর মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ৩৬১ জনের।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।