ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফাইজারের আরও ৩০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ফাইজারের আরও ৩০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

ঢাকা: বাংলাদেশকে ফাইজারের আরও ৩০ লাখ কোভিড-১৯ এর টিকা অনুদান হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন (৬ কোটি ৪০ লাখ ) ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র।

শুক্রবার ( ২৯ এপ্রিল ) ঢাকার আমেরিকান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

টিকার এই চালানে ফাইজারের একটি নতুন 'রেডি-টু-গো ফর্মুলেশন ' দেওয়াও রয়েছে। সে কারণে এই টিকা সরবরাহের আগে মিশ্রণের কোনো প্রয়োজন হয় না। এছাড়া এই নতুন টিকা ন্যূনতম কোল্ড-চেইনের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়।

উল্লেখ্য, ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজার টিকার অনুদান দেওয়া অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।