ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে কমেছে ডায়রিয়া রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ২৫, ২০২২
ফরিদপুরে কমেছে ডায়রিয়া রোগী

ফরিদপুর: গত এক সপ্তাহের ব্যবধানে ফরিদপুরে কমেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। যে কারণে স্বস্তি বেড়েছে সর্বস্তরের জনগণ এবং ডাক্তার ও সেবিকাদের।

বুধবার (২৫ মে) ফরিদপুর জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহে ফরিদপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গোলাপী বেগম বাংলানিউজকে জানান, এ অবস্থা স্বাভাবিক। বর্তমানে বেশিরভাগ রোগী শিশু। তাছাড়া বিভিন্ন বয়সী রোগীরা আছেন।

ডায়রিয়া ওয়ার্ডে কিছুসংখ্যক রোগী থাকলেও সার্জিকাল ওয়ার্ডের বেশিরভাগই থাকে। মাত্র ৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকরা জানান, রোগীরা সচেতন হওয়ার কারণে ডায়রিয়ার সংখ্যা কমেছে। তাছাড়া বাইরের খাবার কম খাওয়ার কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে।

এদিকে রোগীরা জানান, মূলত খাওয়া-দাওয়া নিয়ম, অতিরিক্ত গরম এবং বাইরের খাবার খাবার কারণে তাদের সমস্যা সৃষ্টি হয়েছিল।  এগুলোকে নিয়ন্ত্রণ করার কারণে তারা অনেকে সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ২৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।