ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিদ্ধিরগঞ্জে নিবন্ধনহীন হাসপাতাল সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ২৯, ২০২২
সিদ্ধিরগঞ্জে নিবন্ধনহীন হাসপাতাল সিলগালা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানা অনিয়মের অভিযোগে পদ্মা জেনারেল হাসপাতালকে সিলগালা এবং মিরাকেল নামে একটি থেরাপি সেন্টারকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ মে) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল রজ্জব আলী সুপার মার্কেটস্থ নিবন্ধনহীন পদ্মা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়।

একই সময় মিরাকেল নামের একটি থেরাপি সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  

জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, কাগজপত্র না থাকায় পদ্মা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। একই ভবনে মিরাকেল থেরাপি সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সারাদেশে নিবন্ধনহীন হাসপাতালে অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ জানান, আমরা কোনো অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলতে দেব না। তালিকা করে অভিযান শুরু হয়েছে। সবগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ২৯, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।