ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে বুস্টার ডোজ নিলেন ৩১২৪ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ৪, ২০২২
সিলেটে বুস্টার ডোজ নিলেন ৩১২৪ জন

সিলেট: সিলেটে সপ্তাহব্যাপী শুরু হলো বুস্টার ডোজ ক্যাম্পেইন। শনিবার (০৪ জুন) প্রথম দিনে ভ্যাকসিন নিয়েছেন ৩ হাজার ১২৪ জন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন সকাল সাড়ে ৯টা থেকে সিসিক এলাকায় নির্ধারিত টিকা কেন্দ্রে ও কাউন্সিলরদের কার্যালয়ে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। দিনব্যাপী টিকা কার্যক্রমে মর্ডানার তৃতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৮০ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৫২০ এবং নারী এক হাজার ৫৬০ জন। পাশাপাশি ফাইজার তৃতীয় ডোজ নিয়েছেন ৪৪ জন। এর মধ্যে পুরুষ ২৪ ও নারী ২০ জন।

দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিদ্যমান থাকায় সপ্তাহব্যাপী চলা টিকা কার্যক্রম আগামী ১০ জুন পর্যন্ত চলবে। ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক যারা আগে দুই ডোজ টিকা নিয়েছেন এবং চার মাস পূর্ণ হয়েছে তারা টিকা নিতে পারবেন।

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সকল নাগরিককে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তৃতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।