ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউতে আলাদা সেবা পাবেন সিনিয়র সিটিজেনরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুন ২৯, ২০২২
বিএসএমএমইউতে আলাদা সেবা পাবেন সিনিয়র সিটিজেনরা

ঢাকা: দেশের সিনিয়র সিটিজেনদের আলাদা চিকিৎসা ব্যবস্থা দেওয়ার  নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বুধবার (২৯ জুন) সকালে  বিশ্ববিদ্যালয়ের  শহীদ ডা. মিল্টন হলে প্রশাসনিক সভায় এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউতে ৫৭টি বিভাগ সমন্বয় করে রোগীদের  চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ফলে দেশবাসীর একমাত্র চিকিৎসার ভরসাস্থল হিসেবে পরিণত হয়েছে বিএসএমএমইউ। ফলে এ হাসপাতালে রোগীর চাপ অনেক বেড়েছে। রোগীর ভিড়ে চিকিৎসা সেবা নিতে আসা বয়স্করা কিছু সমস্যার সম্মুখীন হন। বিষয়টি আমার নজরে এসেছে।

তিনি আরও বলেন, প্রতিদিন আমাদের বহিঃবিভাগ থেকে ৯ হাজারের বেশি রোগী চিকিৎসা সেবা নিতে আসছেন। যার ফলে প্রতিটি সেবাবুথে দীর্ঘ লাইন থাকে। এজন্য আমরা সিনিয়র সিটিজেন, যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের জন্য আলাদা ব্যবস্থার নির্দেশ দিয়েছি। রোগীদের সহযোগিতা পেলে  সিনিয়র সিটিজেনরা নির্বিঘ্নে চিকিৎসা সেবা নিতে পারবেন।

প্রশাসনিক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা.  মো. জাহিদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্লাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুন ২৯, ২০২২
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।