ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রোগীকে পেটালেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
রোগীকে পেটালেন চিকিৎসক, ভিডিও ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শরীয়তপুর: শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের মারধরের শিকার হয়েছেন এক রোগী।

রোববার (১৪ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আকরাম এলাহীর কাছে চিকিৎসা নিতে আসা এক রোগীকে পেটাচ্ছেন। পা ধরার পরেও ওই রোগীকে বেধম পেটাচ্ছেন ডা. আকরাম এলাহী।  

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রোগীর পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আকরাম এলাহী বলেন, ‘আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত তোলার পর আমি তাকে পিটিয়েছি। এতে আমার কোনো দোষ নেই, ইসলামিক রুলস অনুযায়ী ঠিক আছে। ’

আর ডা. আকরাম এলাহীর পিয়ন আতাউর বলেন, ‘আমি অসুস্থ মানুষ। ওই লোক আমার বুকের ওপরে থাপ্পড় মারছে। এরপরেও আমি কিছুই বলিনি, শুধু স্যারের কাছে বলেছি। ’

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ওই রোগী কোনো অভিযোগ করেননি, মিমাংসা হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।