ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাশিফল

জমি বিরোধ নিষ্পত্তি মেষ জাতকের, মিথুনের বিবাহযোগ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
জমি বিরোধ নিষ্পত্তি মেষ জাতকের, মিথুনের বিবাহযোগ

আজ ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে। জমিজমাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় বুজে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। নেশা মদ জুয়ার প্রতি মন আকৃষ্ট থাকবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।

মিথুন [২১ মে-২০ জুন]

শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

আগুন বিদ্যুৎ ও দ্বিচক্রযান বর্জন করুন। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব ও প্রেম প্রসঙ্গে আকৃষ্ট থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

আর্থিক দৈন্যদশা কাটবে। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

অংশীদারি ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দুর্জনেরা আত্মীয়বেশে ক্ষতিসাধন করবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ভাইবোনদের সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

শূন্য পকেট পূর্ণ হবে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। ধারকর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। গৃহবাড়ি আত্মীয় সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। বৈদশিক সূত্রে লাভবান হবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

ব্যবসায় মন্দা চলবে। আর্থিক দৈন্যদশা জেঁকে বসবে। অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। নেশা মদ ঘুষসহ দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। দূর থেকে শুভ সংবাদ আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সাধন ভজনে সিদ্ধি লাভ হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রুরা পরাস্ত হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।