ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাশিফল

জেনে নিন আপনার আজকের রাশিফল

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
জেনে নিন আপনার আজকের রাশিফল

আজ ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬ রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।  

মেষ: শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। অর্থাভাবে আটকে থাকা ব্যবসায়িক কর্মকাণ্ডে অর্থের জোগান পাওয়া সহজ হবে। নিজ বুদ্ধিবলে সমস্যার সমাধান করতে পারবেন।  

বৃষ: কোনো যোগাযোগ ব্যবসায়িক কর্মকাণ্ড প্রসারের ক্ষেত্রে সহায়ক হবে। চাকরিজীবীরা পদস্থদের সুনজরে থাকবেন। জীবনের প্রতি উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।

মিথুন: কাজে দায়িত্ব বাড়বে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পাবেন। অংশীদারের সঙ্গে আরও বেশি সমঝোতার মনোভাব প্রদর্শন করতে হবে। প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হতে পারে। বিপর্যয় মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে।

কর্কট: কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। কারো সঙ্গে মতান্তর ঘটতে পারে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। কারো সহায়তায় সাময়িক সমস্যার সমাধান হতে পারে।

সিংহ: কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ভাবতে পারেন। কাজে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের বাধা দূর হবে। নিজের শক্তিকে উপলব্ধি করতে পারবেন। সম্মান ও যশ বাড়বে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

কন্যা: কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি হতে পারে। কোনো কাজ করে মানসিক শান্তি পেতে পারেন। নিজের দুর্বলতা না বলাই ভালো। কাজ নিরলসভাবে করুন। সঠিক প্রচেষ্টায় ভালো ফল পাবেন। মানসিক স্থিরতা প্রয়োজন।

তুলা: নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। কোনো যোগাযোগে ইতিবাচক ফল পেতে পারেন। ভাই-বোনের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। অতীতের কোনো কাজের সুফল পেতে পারেন।

বৃশ্চিক: কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

ধনু: আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন না। কাজকর্মে উৎসাহ বাড়বে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। ব্যবসায়ীরা সুযোগ কাজে লাগাতে পারবেন।

মকর: কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। ব্যয় চাপ থাকবে। অযথা উৎকণ্ঠা বিরাজ করতে পারে। কারো সাহচর্যে আনন্দ পাবেন। সমস্যা সমাধানে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান।  

কুম্ভ: আগের তুলনায় যোগাযোগ ও আয় বাড়বে। বন্ধুর সহযোগিতা পাবেন। প্রেম-প্রণয় শুভ। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। সাহসী পদক্ষেপে পরিকল্পনা বাস্তবায়ন করুন।  

মীন: নতুন যোগাযোগে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। কোনো ভালো কাজ আটকে যাওয়ার আশঙ্কা আছে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। নিজ দক্ষতায় সবকিছু নিয়ন্ত্রণে রাখুন। গুরুজনের পরামর্শ মেনে চলুন।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।