প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হবে। দিন অনুযায়ী এমনটিই বলছে বৃষ রাশি।
হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। মানুষের সেবায় শান্তিলাভ। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনদের সঙ্গে ঝামেলা হতে পারে। কোনো বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে। দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। রাশিফল দেখে জেনে নিন আপনার দিনটি আজ কেমন যাবে।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) ব্যবসায়িক যোগাযোগের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হবে। পরিবারের কারো অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলা উচিত।
মিথুন (২২ মে-২১ জুন)কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পাবেন। আর্থিক লেনদেনের জন্য দিনটি শুভ। জনসমাগম এড়িয়ে চললে আপনারই ভালো। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। আপনি সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যে কোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। প্রেমে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) বেকারদের কারো কারো খণ্ডকালীন চাকরি পাওয়ার সুযোগ আসবে। আপনি সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সফল হওয়ার সম্ভাবনা আছে। কেনাকাটায় বাড়তি কিছু কিনবেন না।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। দূরের যাত্রায় সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকা উচিত।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। কেনাকাটায় লাভবান হবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। উচিত হচ্ছে না জেনেও কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)ব্যবসায়ে ঝুঁকিগ্রহণ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। যৌথ বিনিয়োগের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে তৎপর হোন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। দূরে কোথাও গেলে বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের জিনিস উপহার দিন। সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন।
জেএইচ