নিত্য ব্যস্ত জীবনে একটু সময় নিয়ে নিজের রাশিফল জেনে নেওয়া এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। চলুন জেনে নেওয়া যাক আজকের (১ আগস্ট) রাশিফল।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
সৃজনশীলতা আজ আপনার প্রধান শক্তি। ব্যক্তিগত উদ্যোগে সফলতা মিলবে। প্রেম ও বন্ধুত্বে খোলামেলা মনোভাব রাখুন।
বৃষ (২১ এপ্রিল–২১ মে)
পরিবার নিয়ে ভাবনার দিন। অতীতের ভুল শুধরে সামনে এগোনোর সময়। ব্যয়ের দিক সামলে চলুন।
মিথুন (২২ মে–২১ জুন)
যোগাযোগ ও ভ্রমণে লাভ হবে। নতুন প্রকল্পে হাত দেওয়ার উপযুক্ত সময়। বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কর্কট (২২ জুন–২২ জুলাই)
আর্থিক ও আবেগের টানাপোড়েন চলবে। নিজেকে সামলে রাখুন, সময় দ্রুত বদলাবে। পুরনো বন্ধুর কাছ থেকে খুশির খবর আসতে পারে।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট)
ব্যক্তিত্ব দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন। আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনে খোলামেলা কথা বলুন।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
চাপ বাড়তে পারে, তবে আত্মনিয়ন্ত্রণ রাখলে সমস্যা পেরিয়ে যাবেন। অফিসে সাবধানে চলাফেরা করুন।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
দ্বিধা-দ্বন্দ্বের দিন হতে পারে। কারও কথায় প্রভাবিত না হয়ে নিজের ওপর ভরসা রাখুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
প্রতিযোগিতার ভেতর থেকেও জিততে পারেন। যাত্রা শুভ। শরীরচর্চা বা যোগব্যায়াম শুরু করতে পারেন।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
আর্থিক দিক ইতিবাচক। সঞ্চয়ের জন্য ভালো সময়। সন্তান বা ছাত্রজীবনের কিছু চ্যালেঞ্জ আসতে পারে।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
পারিবারিক বিষয়ে দায়িত্ব বাড়বে। পুরনো কোনো বিষয় আজ নতুন মোড় নিতে পারে।
আরএইচ