ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

রাশিফল

মেষ, মিথুন ও মীনের জন্য শুভ দিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, আগস্ট ১০, ২০২৫
মেষ, মিথুন ও মীনের জন্য শুভ দিন

আজ ১০ আগস্ট ২০২৫, রোববার। চন্দ্র কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে এবং রাহু–সূর্য–বুধের সংযোগে গঠিত বিশেষ ‘অধিযোগ’ আজকের দিনটিকে বেশ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

 

বিশেষ করে মেষ, মিথুন ও মীন রাশির জাতকদের জন্য দিনটি সাফল্য, আর্থিক লাভ ও আনন্দের বার্তা নিয়ে এসেছে। তবে অন্যান্য রাশির জন্যও নানা ইতিবাচক সম্ভাবনা রয়েছে।

দেখে নিন আপনার রাশিফল—

মেষ 

পারিবারিক আনন্দ, ব্যবসায়িক উন্নতি এবং নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে সঠিক সিদ্ধান্ত লাভ বয়ে আনবে।

বৃষ 

নতুন দায়িত্বের সম্ভাবনা। অর্থনৈতিক দিক কিছুটা ওঠানামা করতে পারে, তাই খরচে সংযম জরুরি।

মিথুন  

ক্যারিয়ারে উন্নতির ইঙ্গিত, নতুন প্রজেক্ট আসতে পারে। পুরোনো বন্ধু বা পরিচিত কারও সাথে দেখা মন ভালো করে দেবে।

কর্কট  

প্রতিভা প্রদর্শনের সুযোগ আসবে। দাম্পত্য জীবনে আনন্দ ও মধুরতা বৃদ্ধি পাবে।

সিংহ 

প্রতিযোগিতা বাড়লেও ধৈর্য ও অধ্যবসায়ে সাফল্য নিশ্চিত। প্রেমে ভুল বোঝাবুঝি মিটে যাবে।

কন্যা 

ভ্রমণের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে। নতুন বন্ধুত্বের সম্ভাবনা রয়েছে।

তুলা 

অফিসে প্রশংসা ও সাফল্যের সম্ভাবনা। প্রেমে অগ্রগতি, তবে খরচ কিছুটা বাড়তে পারে।

বৃশ্চিক 

গোপন শত্রুর সক্রিয়তা বাড়তে পারে, সতর্ক থাকুন। সৃজনশীল কাজে সাফল্য আসবে।

ধনু 

শিক্ষা বা গবেষণায় সাফল্য মিলবে। ভ্রমণ ও আত্মীয়দের কাছ থেকে সুখবর পেতে পারেন।

মকর 

কাজের চাপ থাকলেও ফল অনুকূলে আসবে। অর্থ বিনিয়োগে লাভের সম্ভাবনা।

কুম্ভ 

নতুন পরিকল্পনা শুরুর জন্য শুভ দিন। সামাজিক কাজে সুনাম বাড়বে।

মীন 

পুরোনো সমস্যার সমাধান হবে। প্রেম ও পারিবারিক সম্পর্কে স্থিতি ফিরবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে।

এনডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।