ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাশিফল

কর্মক্ষেত্রে ব্যস্ততা সিংহের, কন্যার খুশি হওয়ার দিন

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, আগস্ট ২৩, ২০২৫
কর্মক্ষেত্রে ব্যস্ততা সিংহের, কন্যার খুশি হওয়ার দিন

আজ শনিবার, ২৩ আগস্ট ২০২৫। দেখে নিন, কেমন কাটতে পারে আপনার দিন—

♈ মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে।

কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। অর্থনৈতিক দিক শুভ, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।

♉ বৃষ (২১ এপ্রিল–২১ মে)
পরিবারে স্নিগ্ধ পরিবেশ থাকবে। প্রিয়জনকে সময় দিন। ভ্রমণের সুযোগ মিলতে পারে। আর্থিক দিক সামঞ্জস্যপূর্ণ থাকবে।

♊ মিথুন (২২ মে–২১ জুন)
আজ একটু ধৈর্য ধরে চলতে হবে। অকারণে কারও সাথে বিতর্কে যাবেন না। পড়াশোনা ও গবেষণায় সাফল্যের ইঙ্গিত রয়েছে।

♋ কর্কট (২২ জুন–২২ জুলাই)
মানসিক চাপ থাকলেও দুপুরের পর স্বস্তি মিলবে। পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পাবে। অর্থনৈতিক দিক স্বাভাবিক থাকবে।

♌ সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট)
সামাজিক কাজে প্রশংসা পাবেন। পুরোনো বন্ধুর সাথে যোগাযোগ আনন্দ দেবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে।

♍ কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
অফিসে আজ মনোযোগ ধরে রাখতে হবে। আর্থিক দিক নিয়ে সিদ্ধান্তে সতর্ক থাকুন। পরিবারের কারও কারণে খুশি হতে পারেন।

♎ তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
বিদেশ সংক্রান্ত কাজের সাফল্যের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে স্নিগ্ধ সময় কাটবে। নতুন বন্ধুত্ব লাভজনক হতে পারে।

♏ বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
কাজের চাপ বাড়বে, তবে পরিশ্রমের ফল পাবেন। শারীরিক দিক আজ কিছুটা ক্লান্তিকর হতে পারে। খাবার-দাবারে সতর্ক থাকুন।

♐ ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)

আজ প্রিয়জনকে নিয়ে আনন্দঘন সময় কাটবে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। অর্থনৈতিক অবস্থাও আজ শুভ।

♑ মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
আজ পরিবারকে বেশি সময় দিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন।

♒ কুম্ভ (২১ জানুয়ারি–১৯ ফেব্রুয়ারি)
ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বন্ধুদের সাথে আনন্দঘন সময় কাটবে। লেখালেখি বা মিডিয়া সংক্রান্ত কাজে নতুন সুযোগ মিলবে।

♓ মীন (২০ ফেব্রুয়ারি–২০ মার্চ)
আর্থিক সাফল্য মিলতে পারে। তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। কোনো পুরনো সমস্যা আজ সমাধানের পথে এগোবে।

আজকের দিনটা কারও জন্য কর্মব্যস্ত, কারও জন্য আনন্দঘন। তবে সব রাশির জন্যই পরামর্শ— ধৈর্য ধরে চলুন, ইতিবাচক মনোভাব রাখুন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।