আজ কেমন যাবে
তারিখ: ১৪/০৪/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
বছরের প্রথম দিনটি শুভ। কর্মকুশলতার স্বীকৃতি নানাভাবে হাজির হবে।
টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

নতুন বছরের প্রথম দিনে কর্মক্ষেত্র ও ব্যবসায় স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়ে পারিবারিক বিবাদে কাজকর্মে বাধা আসবে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ও পেটের রোগ সমস্যায় ফেলতে পারে। প্রেমযোগ শুভ।
টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

নতুন বছর ঘিরে ব্যবসায়িক চিন্তাধারার সফল রূপায়ণে উন্নতির সম্ভাবনা রয়েছে। খরচে নিয়ন্ত্রণের অভাব বিপত্তি ডেকে আনতে পারে। দীর্ঘদিনের কোনো স্বপ্ন সফল হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রেমযোগ রাশিচক্রে খুব একটা শক্তিশালী নয়।
টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

নতুন বছরে নতুন কর্মোদ্যোগে সাফল্যের সূচনা হবে। ঈর্ষাকাতর আত্মীয়ের চক্রান্তে বিপত্তির আশঙ্কা আছে। সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে পরিবারে মতবিরোধ দেখা দেবে। প্রেম যোগ আছে তবে তা প্রকাশ পেতে বাঁধা প্রাপ্ত হচ্ছে।
টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

বছরের প্রথম দিনটি শুভ। তবে একাগ্রতার অভাবে কাজে সফল হতে সমস্যা হবে। গলার সংক্রমণ ও হাঁপানিতে কষ্ট বাড়বে। বিবাদ-বিতর্ক থেকে দূরে থাকাই ভালো। প্রেমযোগ শুভ।
টোটকা: একটি পাত্রে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

প্রতিদ্বন্দ্বীদের প্রয়াস সত্ত্বেও বছরের প্রথম দিনে কর্মে উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে। মাত্রাছাড়া ভাবাবেগ থেকে ক্ষতির আশঙ্কা আছে। ব্যবসা ঘিরে অংশীদারের সঙ্গে বিরোধ দেখা দেবে। প্রেমযোগ শুভ।
টোটকা: শয়নকক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

কর্ম পরিবর্তনের প্রয়াসে সাফল্যের ইঙ্গিত রাশিচক্রে প্রকাশ পাচ্ছে। সভা- সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন। নতুন বছর উপলক্ষে মূল্যবান জিনিস লাভের সম্ভাবনা আছে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বহু জটিলতার মধ্য দিয়ে বছরের শুরুতে অবশেষে আশার আলো দেখা দেবে। উন্নতি ও সমৃদ্ধি লাভ লাভ করবেন। চুরি বা ছিনতাইয়ের ফলে অর্থ ক্ষতির সম্ভাবনা আছে। প্রেমযোগ দুর্বল।
টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন

নববর্ষের আবহে ব্যবসা নিয়ে সমস্যার সমাধান মিলতে পারে। পরোপকারে করতে গিয়ে বদনাম মিলতে পারে। বন্ধুর অপকর্মের জন্য সম্পর্কচ্ছেদের আশঙ্কা প্রবলভাবে বিদ্যমান। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।
টোটকা: লোহা, দস্তা ও তামা- তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

বছরের প্রথম দিনে দূর ভ্রমণের খবর পেতে পারেন। উচ্চশিক্ষা বা গবেষণায় আকস্মিক বাধা হাজির হতে পারে। মাতৃস্থানীয়া অপরিচিতার আনুকূল্যে বিপদ থেকে উদ্ধার পাবার লক্ষণ প্রকাশ পাচ্ছে। প্রেমযোগ শুভ।
টোটকা: একটি কাঁচা কলাকে তেল ও সিঁদুর মাখিয়ে সমানভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

অংশীদারদের মধ্যে অশান্তির কারণে ন্যায্য প্রাপ্তিতে ফের বিলম্ব হবে। কল্যাণ কাজে শ্রম ও অর্থ দানের যোগ আছে। বছরের প্রথম দিনটি কলাকুশলীদের পক্ষে শুভ দিন। প্রেমযোগ নেই।
টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি ও কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোনে স্থাপন করুন।

বছরের প্রথম দিনে অপ্রত্যাশিত কোনো ঝামেলায় থেকে মুক্তির যোগ আছে। তবে বাইরের কোনো মানুষকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অশান্তির মেঘ ঘনিয়ে আসতে পারে। চোখের পীড়া ভোগাবে। প্রেমযোগ নেই।
টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোড়’, দুটি টুকরো করে একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এএ