ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

আজ কেমন যাবে

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আজ কেমন যাবে

আজ কেমন যাবে
তারিখ- ২৬/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং :সাদা, শুভ সংখ্যা : ২১
যোগাযোগের সূত্রে একাধিক ব্যবসার সম্ভাবনা আছে। দুর্জনের অপচেষ্টা দমন করে অগ্রগতি হবে।

সন্তানের মতিগতি চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রেমের বিশয়ে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন।

টোটকা: একটি সুপারি একটি তেঁতুল এবং মরিচের সাথে বাড়ির উত্তর দিকে কিছুটা মাটি খুঁড়ে পুঁতে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
ভুলে যাওয়া বা অন্যমনস্কতায় নানা কাজে সমস্যা দেখা দিতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়তে পারে। গ্লান্ডের সমস্যায় দুর্ভোগ হতে পারে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: একটি পাত্রে পানিতে যব ও কালো জিরা ভিজিয়ে বিছানার নীচে সারা রাত রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
নতুন পদ্ধতিতে ব্যবসা ত্বরান্বিত হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসানের আশা দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ আছে। প্রিয়জনের আচরণে প্রেম বা দাম্পত্য বিশয়ে অশান্তি দেখা দিতে পারে।
 
টোটকা: একটি পাকা তেঁতুলে কাচা হলুদ,দই এবং সিঁদুরের টিপ দিয়ে বাড়ির পূর্ব দিকে মাটিতে পুঁতে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
সমস্যার সমাধানের পথ বাতলে কর্মক্ষেত্রে সমীহ আদায় করে নিতে পারেন। প্রিয়জনের কাছ থেকে মর্মঘাতী আঘাতের আশঙ্কা আছে। সংক্রমণ জনিত জ্বরজ্বালায় ভোগান্তি বাড়বে। প্রেম যোগ শুভ।

টোটকা: কিছুটা দই, কিছুটা গম এবং একটি আদার টুকরো  একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম দিকে সূর্য ডোবার আগে পর্যন্ত রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :  ১১
গৃহ পরিবর্তনের চেষ্টায় আশার আলো দেখা দেবে। বিষয়-সম্পত্তি নিয়ে জ্ঞাতি বিরোধ দেখা দেবে। প্রেম-প্রণয়ের জটিলতা কেটে শুভ পরিণতির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা চিনি, একটি পান কিছুটা সরষে এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোনে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
যথেষ্ট চেষ্টা করে কার্যোদ্ধার করতে পারবেন। পরিবারে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন। অন্যের উপকার করে স্বীকৃতি না-পাওয়ায় হতাশা বাড়তে পারে। প্রেম যোগ শুভ।

টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং :বাদামি,  শুভ সংখ্যা : ৭
আজকের দিনে মূল্যবান দ্রব্যাদি বেহাত হওয়ার আশঙ্কা আছে। মৌলিক কৌশলে শত্রুর মোকাবিলা করতে পারবেন। বন্ধুর পরামর্শ সাংসারিক জীবনে কিছুটা হলেও শান্তি এনে দিতে পারে ।   প্রেম নিয়ে বন্ধুর সাহায্য পাবেন।

টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৫
ছাত্র বা চাকরি প্রার্থীদের পরীক্ষায় সাফল্যের যোগ আছে। নিজস্ব প্রতিভার মাধ্যমে সম্মান ও প্রতিষ্ঠা পাবেন। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ দিন। দাম্পত্য –প্রেম যোগ শুভ।

টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে তাতে কিছুটা কাঁচা হলুদ, দূর্বা ঘাস, এবং কিছুটা সাদা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা  শুভ সংখ্যা : ৭
বহু শ্রম যোগে কর্মক্ষেত্রে অগ্রগতির স্বীকৃতি লাগ করবেন। প্রেম-প্রণয়ে সমস্যা মিটে যেতে পারে। কারো প্রতি অভিমান থেকে একাকীত্ব বাড়বে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
বিতর্ক-বিবাদের পরিণাম গুরুতর হতে পারে। আর্থিক মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল নাও হতে পারেন। প্রেম যোগ শুভ।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
আজকের দিন ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। বহু বাঁধার পরে কর্মে উন্নতির সুখবর মিলতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
স্বনিযুক্তি কাজে সাফল্য মিলতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদে ভাইবোনের সঙ্গে সম্পর্ক হানির সম্ভাবনা আছে। অর্শ জাতীয় রোগে দুর্ভোগ বাড়বে। প্রেম যোগ শুভ।
 
টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন। পাখীদের শস্য দান আপনার জন্য অতি শুভ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।