আজ কেমন যাবে
তারিখ ২২/০৬/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
সমস্যা কাটিয়ে সহজেই এগিয়ে যেতে পারেন। ভরসা করতে পারেন আপনার কর্মচারীদের।
টোটকা: কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন।

বিভিন্ন পদক্ষেপ নিয়ে সংসারে মতপার্থক্য বজায় থাকবে। কোনো অবাঞ্ছিত ঘটনা প্রকাশ্যে এসে পড়তে পারে। কড়া মনোভাব দেখানোর ফলে সম্পর্ক তিক্ত হতে পারে। দাম্পত্য জীবন সুখের।
টোটকা: আমপাতায় কাজলের টিপ দিয়ে কাছে রাখুন।

মূলধনের অভাবে ফলে নতুন পরিকল্পনা সফল করতে বাধা আসবে। তবে সন্ধ্যের পর ব্যবসায়িক ক্ষেত্র থেকে ভালো খবর আসতে পারে। কোনো বিশেষ অবস্থার বন্ধুদের সাহায্য হতে পারে।
টোটকা: শোবার ঘরে একটি পাত্রে পানি রেখে তার মধ্যে ফুল রাখলে উপকার পাবেন।

সঠিক যোগাযোগের মাধ্যমে সাফল্যের দরজা খুলে যাবে। আপনার কাজে পরিবারের মানুষরা এগিয়ে আসবে। তবে বন্ধুদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।
টোটকা: রাতে একটি মাটির পাত্রে কালো জিরা, শুকনো লঙ্কা রেখে সেটিকে পরের দিন সকালে পানিতে ভাসিয়ে দিন।

বন্ধুর সাহায্যে প্রেমের সঙ্গে যুক্ত পদক্ষেপগুলি সহজে হয়ে যাবে। অর্থকরী বাধা না থাকলেও প্রাপ্তিতে বাধা হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে।
টোটকা: লবঙ্গ, মধু একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

কর্মক্ষেত্রে ছোট কিছু মতবিরোধ হলেও তার ফলে বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই। যারা ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন আজকের দিনটি তাদের জন্য শুভ। ভ্রমণের যোগ আছে। প্রেমযোগ শুভ।
টোটকা: শুকনো লঙ্কা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

আজকের দিনে ছোট ছোট সমস্যা বাড়বে। তবে দিনের শেষে সমস্যার সমাধান হয়ে যাবে। দিনের শেষের দিকে ধীরে ধীরে শুভ পরিবর্তন হবে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: শোবার ঘরে হলুদ ফুলের তোড়া রাখুন।

দিনের মধ্যভাগে সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবন সুখকর থাকবে। তবে আজকের দিনে নতুন কোনো কাজ শুরু যাওয়াই ভালো। ব্যবসা শুভ। প্রেমযোগ আছে।
টোটকা: কাজের টেবিলে তিনটি কড়ি রাখুন।

কর্মক্ষেত্রে সম্মান লাভ করতে পারেন। সন্তানরা আপনার সুখ বৃদ্ধির কারণ হবে। গুরুজনদের সহযোগিতা লাভ করবেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে। প্রেমযোগ নেই।
টোটকা: একটি লোহার টুকরা লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

ব্যবসায় কোনো শুভ খবর আসতে পারে। সঞ্চয়ের যোগ আছে। ঋণ দেওয়ায় সতর্ক থাকা দরকার। অমনোযোগিতা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কর্মযোগ ও পরিবারযোগ শুভ।
টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যা উপর সূর্যের আলো পড়ে।

অতিরিক্ত ঝুঁকি নেওয়া সমস্যার কারণ হতে পারে। পারিবারিক পরিস্থিতিতে কিছুটা জটিলতা সাময়িকভাবে কমবে। বিকেলের পর থেকে পরিবেশ কিছুটা ভালো হতে থাকবে। প্রেমযোগ আছে।
টোটকা: ঘর ও কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

রাশিচক্রে গ্রহের অবস্থান আপনাকে কিছু সমস্যায় ফেলবে। কাজ সম্পূর্ণ হবে, কিন্তু সময় লাগবে অনেক বেশি। প্রেমযোগ সমস্যাযুক্ত।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এএ