আজ কেমন যাবে
তারিখ: ২৫/০৬/২০১৫মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
সম্পত্তি নিয়ে নিত্য মতবিরোধের সমাধান হতে পারে। ব্যবসায় চুরির ফলে ক্ষতির আশঙ্কা।
টোটকা: কাজের জায়গায় একটি কয়েন লাল কাপড়ে মুড়ে রাখুন।

সমস্যা থেকে মুক্তির হদিস খুঁজে পাবেন। তবে এই সমস্যা মুক্তির পদ্ধতিতে আপনাকে অনেকটা স্বার্থ ত্যাগ করতে হতে পারে। অপ্রিয় সত্য কথায় শত্রু বাড়বে। প্রেমের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো শক্তি কাজ করতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

কর্মে উন্নতি বাধাপ্রাপ্তির আশঙ্কা দেখা যাচ্ছে। ব্যবসা নিয়ে জটিলতার সন্তোষজনক নিষ্পত্তি হতে পারে। তবে মাথা গরম করে ফেলার ফলে দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

একাগ্রতার অভাবে অল্পের জন্য সফলতা লাভ নাও হতে পারে। প্রেম-প্রণয়ের জটিলতায় মানসিক অস্থিরতা বাড়বে। জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা আছে। আর্থিকযোগ গ্রহের অশুভ সন্নিবেশের ফলে বাধাযুক্ত।
টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

ব্যবসার ক্ষতি আটকাতে আপনার সতর্ক থাকা দরকার। অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার করতে সফল হবেন। দুর্ঘটনায় চোট-আঘাত ও রক্তপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেম নিয়ে সমস্যা বজায় থাকবে।
টোটকা: একটি সবুজ কাপড়ের টুকরো সবসময় সঙ্গে রাখুন।

সন্তানকে পারিবারিক সমস্যা থেকে দূরে রাখার চেষ্টা করুন। হঠকারি সিদ্ধান্তের পরিণাম ভয়াবহ হতে পারে। বৈষয়িক শুভযোগ ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে।
টোটকা: গোলাপজল মিশ্রিত পানিতে গোসল করুন।

সবাইকে খুশি করতে যাওয়ার ব্যর্থ চেষ্টায় আপনার মন ভেঙে যাবে। ব্যবসা বা পেশাদারি কাজে বাড়তি আয়ের সূচনা হবে। ছাত্রদের গবেষণার সুযোগ মিলতে পারে। প্রেমযোগ শুভ।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

কর্মস্থলে আর্থিক উপহার পাবেন। তবে খরচের সম্ভাবনাও বাড়ছে। কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখতে হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেম নিয়ে আপনার সামনে সমস্যা হাজির হতে পারে।
টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।

অচেনা লোকের কথায় সিদ্ধান্ত নিলে বিপত্তি ঘটতে পারে। দুঃসময়ে বন্ধুর সাহায্য পাওয়ার আশা রয়েছে। দুর্ঘটনায় আঘাত ও রক্তপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। আর্থিকযোগ শুভ। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: একটি কাচের পাত্রে পানিতে চাল ভিজিয়ে রাখুন।

কাজ সমাধান হলেও ফল লাভের ক্ষেত্রে দেরি দেখা দেবে। কল্যাণ কাজে শ্রম দান করে তৃপ্তি লাভ করবেন। পোশাক ব্যবসায় যুক্তদের পক্ষে শুভদিন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ নয়।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

দাম্পত্য সমস্যা মিটে যাবে। বিষয়-সম্পত্তি নিয়ে মামলার সন্তোষজনক নিষ্পত্তির ইঙ্গিত দেখা যেতে পারে। মহৎ হৃদয়বৃত্তি ও পরোপকারে আত্মিক প্রশান্তি লাভ করবেন। প্রেমযোগ শুভ।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

শুভগ্রহের প্রভাব নতুন সম্ভাবনা আনতে পারে। তুচ্ছ কারণে ব্যবসায়িক আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। শত্রুবিনাশে স্বস্তি মিলতে পারে। প্রেমযোগ শুভ।
টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এএ