ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিফল

মকরের ব্যবসায় শুভযোগ, মিথুন জাতিকার শুভ খবর

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
মকরের ব্যবসায় শুভযোগ, মিথুন জাতিকার শুভ খবর

আজ কেমন যাবে
তারিখ: ০৭/১১/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
শুভযোগের ফলে পারিবারিক জীবনে আসবে সফলতা। ব্যবসায় নতুন আসবে নতুন আয়ের সুযোগ।

প্রেমের ক্ষেত্রে বাধা আছে। জাতিকাদের পারিবারিক তরফে শুভ সংবাদ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: শোবার ঘরে সাদা বা হলুদ ফুলের তোড়া রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অমনোযোগিতার ফলে কাজে সমস্যা দেখা দিতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ ঘটনার মুখোমুখি হতে হবে। গোটা দিন মন থাকবে অশান্ত ও কর্মবিমুখ। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

টোটকা: কাজের জায়গায় একটি শঙ্খ রাখুন।  

মিথুন: (২২ মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা :৯
পরিবারের ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হতে পারে। জাতিকাদের জন্য কোনো শুভ খবর আসতে পারে। জাতিকাদের আর্থিক লাভের যোগ। ব্যক্তিগত জীবনে সমস্যার সমাধান হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: বাড়ির পূর্ব বা উত্তর দিকে একটি লাল ফুলের গাছ রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :১২
ব্যবসার অংশীদারদের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। স্ত্রীর ভাগ্যে ধন লাভের যোগ। প্রেমযোগ শুভ। কর্কট জাতিকারা পরিবারে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। যাত্রাযোগ শুভ।

টোটকা: বাড়ির উত্তর দিকে সাদা শঙ্খ রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সাদা শুভ সংখ্যা : ৬
প্রেমের জন্য দিনটি শুভ। তবে প্রেমের বাধাগুলি কোনো কোনো সময়ে বড় হয়ে দাঁড়াতে পারে। মনোবলের সাহায্যে সেগুলির মোকাবিলা করতে পারবেন। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। যাত্রাযোগ শুভ।
 
টোটকা: নিজের পকেটে বা ব্যাগে এক টুকরো লোহা রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
ব্যবসার জন্য দিনটি শুভ। পারিবারিক ব্যবসার সমস্যা দূর হতে পারে। প্রেমের যোগ শুভ তবে প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন। জাতিকাদের জীবনে নতুন সুযোগ আসতে পারে। তবে সম্পর্ক নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ। ভ্রমণের যোগ আছে।
 
টোটকা: রান্নাঘরে লাল মরিচ একটি কাপড়ে জড়িয়ে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৮
ব্যবসায়ীদের জন্য শুভ সংবাদ আসতে পারে। প্রেমের যোগ আছে। তবে প্রেমে সফলতা পেতে গেলে আপনাকে অনেক বেশি সচেষ্ট হতে হবে। জাতিকাদের পারিবারিক বিষয়ে কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে। সম্পর্কে মিশ্র প্রভাব বজায় থাকবে। যাত্রাযোগ শুভ।

টোটকা: শোবার ঘরের উত্তরে ফুলদানি রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৫
পারিবারিক জীবনের সমস্যা কিছুটা সমাধান হতে পারে। প্রেমে মনোমালিন্য মেটার সম্ভাবনা। জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হবে। জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে দিনটি থাকবে সমস্যায় ঘেরা। যাত্রাযোগ শুভ।

টোটকা: বসার ঘরের পশ্চিমে গাছ রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
কর্মস্থল বা ব্যবসায় নিজের যেটা সঠিক মনে হবে সেই সিদ্ধান্ত নিন। জাতিকাদের পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে ব্যস্ত থাকবেন। পরিবারে বাইরের কারো মতামত সমস্যার সৃষ্টি করতে পারে। প্রেমে সাফল্যের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: গোলাপজল বাড়ির ভিতরে ছড়িয়ে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সমাধান হবে। ব্যবসায় ও কর্মক্ষেত্রে শুভযোগ বর্তমান। প্রেমযোগ শুভ। জাতিকাদের ক্ষেত্রে পারিবারে জটিলতা কম হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে।

টোটকা: জলে কিছুটা চাল ও একটি কলা ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৯
নতুন পরিকল্পনার ফলে ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রেমযোগ শুভ। তবে প্রেমের ক্ষেত্রে পারিবারিক বাধা থাকতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা থাকলেও জাতিকাদের পারিবারিক সমস্যা কমবে। যাত্রাযোগ শুভ।

টোটকা: নিজের কাছে কোনো ধাতু রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)  শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
দাম্পত্য ও প্রেমযোগ শুভ। আর্থিক ক্ষেত্রে শুভযোগ আছে। পরিবারে আপনার সাফল্য আনন্দ নিয়ে আসবে। জাতিকাদের পারিবারিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে। যাত্রাযোগ শুভ। ভ্রমণের যোগ আছে।

টোটকা: একটি কড়ি সাদা কাপড়ে জড়িয়ে পকেটে বা ব্যাগে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।