আজ কেমন যাবে
তারিখ: ১১/০২/২০১৬মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। নতুন কাজের সন্ধানে সফলতা পাবেন।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

কর্মক্ষেত্রের জটিলতা কমার সম্ভাবনা। প্রেম নিয়ে পরিবারের ভিন্ন মত প্রকাশ। পরীক্ষায় সফলতা পাবেন। ব্যবসার ক্ষেত্র শুভ। বিদেশ ভ্রমণে সমস্যার সম্ভাবনা। তবে যাত্রাযোগে বাধা আছে।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

সৃষ্টিশীল কাজে সফলতা পাবেন। শিক্ষায় সাফল্য। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে সফলতা লাভ। ব্যবসায় উন্নতির সুযোগ। পরিবারের সঙ্গে বিনোদন। শুভ দিক পশ্চিম।
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

মনোমালিন্যের মধ্যদিয়ে চলবে প্রেম। দাম্পত্য সুখের। কাজের ক্ষেত্রে হতাশা আসতে পারে। শিক্ষায় সফলতা। তবে বিদেশযাত্রায় জটিলতা দেখা দিতে পারে। যাত্রাযোগে বাধা আছে।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা: ৭

অচেনা লোকের কথায় ভরসা করে সমস্যার মুখে পড়তে পারেন। পথে সাবধানতা প্রয়োজন। পরীক্ষায় সাফল্যের যোগ আছে। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

জাতক-জাতিকার দিনটি শুভ। সম্পত্তি নিয়ে বিবাদের সমাধান। যাত্রাযোগে শুভ ফল। বিনোদনের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় বাধা কেটে যাবে। শিক্ষাযোগ শুভ। প্রেমের যোগ মিশ্র।
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

প্রেম নিয়ে মনে সংশয় আসতে পারে। শিক্ষাযোগ শুভ। যাত্রাপথে সমস্যার ইঙ্গিত আছে। শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম।
শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

কর্মক্ষেত্রে যোগ্যতা প্রমাণের সুযোগ আসবে। শিক্ষায় সাফল্য লাভ। বিদেশ যাত্রায় বাঁধা আছে। প্রেম যোগ শুভ। যাত্রা যোগে বাঁধা আছে।
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

জাতক জাতিকার দিনটি শুভ। সময় কাটবে পরিবারের সাথে আনন্দের মধ্যে দিয়ে। কর্মক্ষেত্রে শুভযোগ। আর্থিকযোগ শুভ। তবে প্রেমের ক্ষেত্রে বাধা আছে। শুভ দিক দক্ষিণ।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৪১

শুভখবরে মন থাকবে আনন্দে। বিদেশযাত্রার বাধা কাটতে পারে। পরীক্ষায় সফলতার সম্ভাবনা আছে। প্রেম নিয়ে সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

জাতক-জাতিকার দিনটি শুভ। আর্থিক সমস্যা সমাধানের যোগ আছে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগ শুভ।
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

প্রেমের ক্ষেত্রে বাধা মুক্তির যোগ আছে। শিক্ষাক্ষেত্রে শুভ ফল লাভ হবে। পারিবারিক সমস্যার সমাধানের যোগ। যাত্রাযোগে শুভ ফল। শুভ দিক দক্ষিণ।
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএ