সচিবালয়ে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার (২৬ জুলাই) সরকারের সংশ্লিষ্টদের এ কথা জানান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের তিন ডিসি। পরে সাংবাদিকদের বিষয়টি জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
মন্ত্রী বলেন, ডিসিদের এ তথ্যের পর আমি তাদের বলেছি, যত দ্রুত সম্ভব মানসম্পন্ন চিংড়ি পোনা উৎপাদনের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণে নেওয়া হবে।
তিনি জানান, ইলিশ মাছ ধরা বন্ধ থাকার সময় দরিদ্র মৎসজীবীদের সরকারের দেওয়া পুনর্বাসন সহায়তা ৪০ কেজি ঠিক রাখার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা। একইসঙ্গে এসবের বিতরণ পদ্ধতিও পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
আরএম/ওএইচ/