ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিমেইলের নতুন চমক বুমরেঞ্জ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
জিমেইলের নতুন চমক বুমরেঞ্জ

সম্প্রতি জিমেইলে যুক্ত হয়েছে ‘বুমরেঞ্জ’ নামে নতুন সেবা। নতুন এ সেবার মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা বিভিন্ন সময়ের ইমেইল পাঠানোর জন্য আগাম আবেদন করে রাখতে পারবেন।

পরে বেধে দেওয়া সময়ে স্বয়ংক্রিয়ভাবেই ইমেইলগুলো নির্বাচিত প্রেরকের কাছে চলে যাবে।

এ সেবা উপভোগে ব্যবহারকারীকে বুমরেঞ্জ নামে অ্যাড অনস ব্রাউজারে ইনস্টল করতে হবে। এরপর ব্যবহারকারীরা কোন ইমেলই কখন প্রেরণ করতে চান ‘সেন্ড লেটার’ অপশনে তার বিভিন্ন সময় নির্দিষ্ট করে দিতে হবে। যেমন এক ঘণ্টা বা দুই ঘণ্টা পর, আগামীকাল সকাল বা দুপুর এমন।

উল্লেখ্য, স্বয়ংক্রিয় ইমেইলগুলো প্রেরক ইচ্ছে করলে প্রাপকের কাছে নির্দিষ্ট সময় দিয়ে নির্ধারণ করে দিতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।