এ সময়ে ব্যবসা, কর্মক্ষেত্রে এমনকি বাসাবাড়িতেও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এ অবস্থায় প্রযুক্তিপণ্য এনেছে বৈপ্লবিক সমাধান।
অফিস, নির্মাণপ্রতিষ্ঠান সুবৃহৎ শপিংমল ছাড়াও বিদ্যালয়ে পর্যন্ত নিরাপত্তায় ব্যবহৃত হচ্ছে সিসিটিভি। সারা বিশ্বে এর গুরুত্ব ও ব্যবহার দিন দিন বাড়ছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। সারা বিশ্বে যে কয়টি নামকরা সিসিটিভি ক্যামেরা বা ডিভিআর ব্রান্ড জনপ্রিয়তা পেয়েছে এর মধ্যে টেলিআই অন্যতম।
হংকংকেন্দ্রিক এ প্রতিষ্ঠান বাংলাদেশে সিসিটিভি পণ্য পরিবেশক আইসিএলয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাজারে টেলিআই পণ্যসেবা বাজারজাত করে আসছে। এ মুহূর্তে টেলিআই পণ্যের জনপ্রিয়তা এবং বাজার চাহিদার কথা চিন্তা করে টেলিআই বাংলাদেশে সরাসরি তাদের কার্যক্রম করার সিদ্ধান্ত নিয়েছে।
আনুষ্ঠানিক এ সূচনায় বক্তব্য রাখেন টেলিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ মাহমুদ। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন ডক্টর ক্লিফ চ্যান।
জাভেদ মাহমুদ বলেন, দীর্ঘদিন থেকে আইসিইএল দেশে নিরাপত্তা প্রযুক্তি ও পণ্যসেবা সরবরাহ ও বিপণন করে আসছে। আর কারিগরি মানোন্নয়ন, বিক্রয় এবং বিপণনে সহযোগিতা করে আসছে টেলিআই গ্রুপ। সিঙ্গাপুর, ইংল্যান্ড, চীন, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আছে টেলিআইয়ের সেবা প্রতিষ্ঠান। নতুন এ যৌথ প্রয়াসে সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা পদ্ধতি, বিক্রয় ও বিপণনে আরও নবগতি আসবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।
বাংলাদেশে টেলিআইয়ের যাত্রা প্রসঙ্গে ক্লিফ চ্যান বলেন, বাংলাদেশে টেলিআইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এতে পণ্য ও সেবার মান আরও সুনিশ্চিত হবে। এ ছাড়াও চ্যান টেলিআইয়ের পণ্যের বিভিন্ন কারিগরি দিক নিয়ে সুনির্দিষ্ট আলোচনা করেন।
টেলিআই প্রসঙ্গে ক্লিফ চ্যান বাংলানিউজকে বলেন, এ ব্র্যান্ডের মাধ্যমে এইচডি মানের সিসিটিভি আউটপুট পাওয়া যাবে। আর তা সংরক্ষণে জায়গাও কম খরচ হবে। সব মিলিয়ে এটি একটি সাশ্রয়ী প্যাকেজ।
বাংলাদেশ সময় ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২