ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক বিভ্রাট স্বীকার করল মেটা, ইলন মাস্কের খোঁচা

প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, মার্চ ৫, ২০২৪
ফেসবুক বিভ্রাট স্বীকার করল মেটা, ইলন মাস্কের খোঁচা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে বিভ্রাট দেখা দেওয়ার বিষয়টি স্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে এ বিভ্রাটের কথা স্বীকার করেন।

খবর এবিসি নিউজের।  

মেটার মুখপাত্র বিবৃতিতে বলেন, আমরা বিষয়টি জানি যে, আমাদের পরিষেবা ব্যবহারে লোকজনের সমস্যা হচ্ছে। আমরা এ নিয়ে কাজ করছি।  

ব্যবহারকারীরা জানান, বাংলাদেশ সময় রাত ৯টার পর ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই লগ আউট হয়ে যায়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন।  

রাত সাড়ে ১০টার আগেই লগইন সমস্যার সমাধান হয়। এরপর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামও সচল হয়।

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, কয়েক লাখ মানুষ ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

ফেসবুক ডাউনের সুযোগ নিয়ে এক্সের (আগের নাম টুইটার) মালিক ইলন মাস্ক কিছুটা বিদ্রূপই করলেন।  

এক্সে এক পোস্টে তিনি লেখেন, আপনি যদি এই পোস্ট পড়তে পারেন, তবে এর মানে হলো আমাদের সার্ভার সচল রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।