অনেক দিন ধরেই তাইওয়ানের টেকনোলজি গ্রুপ ফক্সকন কর্মীদের মধ্যে সহিংস উত্তেজনা ছড়াচ্ছে। কর্মীদের চলমান দাবি আদায়ের ঘটনা ছাড়াও নতুনভাবে সৃষ্টি হওয়া কিছু বিরোধের কারণে পরিস্থিতি এখন বেসামাল।
এর নেতিবাচক প্রভাব গিয়ে পড়ছে অ্যাপলের সদ্য পণ্য আইফোন ৫ মডেলে। কেননা বিপুল পরিমাণে আইফোন ৫ উৎপাদনের কর্মভারে কর্মীরা জর্জরিত। আর এসব সমস্যার কারণে ফক্সকনের হাজারো কর্মীরা কাজ বন্ধ রেখেছে। সূত্র জানিয়েছে, কর্মীদের দাবি অযৌক্তিক বলে প্রত্যাখান করেছে ফক্সকন।
তাইওয়ানের এ প্রযুক্তিপ্রতিষ্ঠানকে নিয়ে এ পর্যন্ত অনেক বিরোধের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ মুহূর্তে দীর্ঘদিনের জমে থাকা বিষয়গুলো সামনে আসছে।
প্রতিবেদনে প্রকাশ, এ সপ্তাহে ফক্সকন কর্মীরা আইফোন ৫ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। অন্যদিকে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা গত শনিবার কর্মীদের প্রতিবাদ কর্মসূচিকে অন্যায্য বলে প্রমাণিত করেছে। রয়টার্স এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। তারা ফক্সকন প্রতিনিধির বিবৃতি তুলে ধরেছে, হাজারো কর্মীরা পুরো কার্য ব্যবস্থার বিঘ্ন ঘটিয়ে ধর্মঘট করেছে যা প্রত্যাখান করা হয়েছে।
আগের প্রতিবেদনে জানানো হয়, কর্মীরা অত্যন্ত জটিল কোয়ালিটি কন্ট্রোল স্টান্ডার্ডস মেনে চলতে ব্যর্থ হচ্ছে। যেসব নিয়মের পরিচালন কর্মী এবং কোয়ালিটি কন্ট্রোল পরিদর্শকদের মধ্যে শারিরীক দ্বন্দ্বে রুপ নিচ্ছে। এ ছাড়াও আইফোন উৎপাদনের নির্দেশ কর্মীদের জন্য প্রচন্ড চাপ তৈরি করেছে। এমনকি সাপ্তাহিক ছুটিতেও অন্য সব ইলেকট্রনিক্সের কার্যভার দেওয়া হয়।
আরো সুনির্দিষ্টভাবে তথ্য প্রকাশ করেছে চীনের জিংহুয়া নিউজ। তাদের মতে, সরকারের একজন কর্মকর্তার বিবৃতি প্রকাশ করেছে তারা। সে মতে, কর্মীদের সঙ্গে দৈহিক কোন্দলে জড়িয়ে পড়ায় শতাধিক কোয়ালিটি ইন্সপেক্টর শুক্রবারে কিছু সময়ের জন্য কর্মবিরতি পালন করে।
ফক্সকন টেকনোলেজি গ্রুপের কর্মকর্তাদের মতে, এ সপ্তাহেই কার্যক্রমে দুটি বিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশ্য এসব কোন্দল প্রতিষ্ঠানের উৎপাদন পুরোভাবে ব্যাহত করতে পারেনি।
এদিকে ফক্সকনের ঘটনায় অ্যাপল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। কিন্তু এ ঘটনায় ব্র্যান্ডের নতুন পণ্যগুলোতে খুঁত থাকতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই।
বাংলাদেশ সময় ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর