এবার বাংলাদেশে অপটিক্যাল ফাইবারভিত্তিক ব্রডব্র্র্যান্ড নেটওয়ার্ক সেবা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ভারতের রেলটেল। ইন্ডিয়ান রেলওয়ের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে এ রেলটেল।
বাংলাদেশ ছাড়াও ভুটানেও এ দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত রেলটেল। এ প্রসঙ্গে ভারতের রেলটেলের জ্যেষ্ঠ মুখপাত্র জানান, এ উদ্যোগের ফলে বাংলাদেশের জন্য ৮০ কোটি রুপি এবং ভুটানের জন্য ১০ কোটি রুপির চাকরির বাজার তৈরি হবে। ফলে সেবা গ্রহণের সঙ্গে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি করবে এ প্রকল্প।
এর সেবার আওতায় বাংলাদেশে অপটিক্যাল ব্রডব্র্যান্ডের সংযোগ নিশ্চিত হলে দেশের স্বল্প গতির ইন্টারনেটে আসবে নতুন মাত্রা। এ সেবার ফলে গতির প্রশ্নে দীর্ঘদিনের গ্রাহক অসন্তুষ্টির অনেকটাই নিরসন হবে। এমন কথাই বলছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা।
প্রসঙ্গত, ২০০০ সালের সেপ্টেম্বরে রেলটেল প্রতিষ্ঠা পায়। ভারতের ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রত্যন্ত অঙ্গরাজ্যগুলোতে অপটিক্যাল ব্রন্ডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল টেলিকম সেবা নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে।
এরই মধ্যে রেলটেল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের (ওএফসি) আওতায় ৪২ হাজার কিলোমিটার রেলওয়ে পথে ইন্টারনেট সেবা নিশ্চিত করেছে। এ প্রকল্পে আরও ১০ হাজার কিলোমিটার রেলপথকে আওতায় নিয়ে আসার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
এদিকে দেশটির দ্য ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (ডিওটি) সূত্র জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বের অঙ্গরাজ্যগুলোতে এ নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভারতের উত্তর-পূর্বে অবস্থিত অঙ্গরাজ্যগুলোর ৫০ হাজার গ্রাম পঞ্চায়েতে এ রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে একে একটি জাতীয় জনগুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বাস্তবায়ন করছে রেলটেল।
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এখনও অপ্রতুল। ফলে এ অঞ্চলের লোকেরা তথ্যপ্রযুক্তির আধুনিক সেবা থেকে অনেকটাই পিছিয়ে আছে। এ প্রযুক্তিগত বৈষম্য দূর করতেই রেলটেল এ প্রকল্প হাতে নিয়েছে। এর ফলে আসাম ছাড়াও ওই অঞ্চলে আরও ১০ হাজার কিলোমিটার এলাকা অপটিক্যাল ইন্টারনেটের আওতাভুক্ত হবে। এমনটাই জানিয়েছে রেলটেল সূত্র।
ভারতজুড়ে জাতীয় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সেবা পরিধি ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনা নিয়েই কাজ শুরু করেছে দেশটির সরকারি প্রতিষ্ঠান রেলটেল। এ ছাড়াও পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক স্থাপন এবং সুসম্প্রসারণেও কাজ করবে এ প্রতিষ্ঠান।
শুধু ব্রডব্যান্ড নেটওয়ার্ক নয়, দুর্যোগ ব্যবস্থাপনা, রেলযান নিয়ন্ত্রণ এবং রেলের সব ধরনের তথ্য এবং প্রযুক্তিগত সেবা নিশ্চিতের সঙ্গে মানোন্নয়নেও কাজ করছে ভারতের রেলটেল।
বাংলাদেশ সময় ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১২