ডেটা অ্যানালিটিকস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্যালান্টির যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ প্রযুক্তি কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে। গত বৃহস্পতিবার (৮ মে) শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম ৮ শতাংশ বেড়ে গেলে এর বাজারমূল্য দাঁড়ায় ২৮১ বিলিয়ন ডলারে।
এতে প্যালান্টির পেছনে ফেলে দেয় আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্স-কে, যার বাজারমূল্য বর্তমানে ২৬৮ বিলিয়ন ডলার। এর আগে চলতি বছরেই প্রতিষ্ঠানটি সিসকো এবং আইবিএম-কেও ছাড়িয়ে যায়।
গত এক বছরে প্যালান্টিরের শেয়ারদর পাঁচ গুণের বেশি বেড়েছে। ২০২৫ সালেই এ পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৮ শতাংশ। এতে টানা দ্বিতীয় বছরের মতো এসঅ্যান্ডপি ৫০০ সূচকে জায়গা ধরে রাখল প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, চলতি বছরে বৈশ্বিক শুল্ক উদ্বেগ এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কায় নাসডাক সূচক ৭ শতাংশ কমেছে। তবে সেই প্রতিকূলতা সত্ত্বেও প্যালান্টির ব্যতিক্রমধর্মী উত্থান ধরে রেখেছে, যা প্রযুক্তি খাতে নতুন চমক হিসেবে দেখা হচ্ছে।
পিটার থিয়েল ও অ্যালেক্স কার্প (সিইও) ২০০৩ সালে প্যালান্টির প্রতিষ্ঠা করেন। এর উত্থানের নেপথ্যে রয়েছে সরকারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক।
গত ত্রৈমাসিকে সরকারের সঙ্গে প্যালান্টিয়ারের বাণিজ্য ৪৫ শতাংশ বেড়ে ৩৭৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে মার্কিন সেনাবাহিনীর জন্য ১৭৮ মিলিয়ন ডলারের একটি চুক্তি। চুক্তিটি এআই প্রযুক্তি সম্পর্কিত।
৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে মার্কেট ক্যাপ তালিকায় শীর্ষে রয়েছে মাইক্রোসফট। এরপর রয়েছে অ্যাপল ও এনভিডিয়া। এরপর যথাক্রমে অ্যামাজন, অ্যালফাবেট, মেটা, ব্রডকম, টেসলা, ওরাকল, প্যালান্টির ও সেলসফোর্সের অবস্থান।
আরএইচ