ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, মে ১৬, ২০২৫
আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শনিবার আইএসপিএবির লোগো।

ঢাকা: ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হবে।  

রাজধানীর শাহবাগে মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন নির্বাচনের ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের সচিব বিজয় কুমার পাল।

 

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী,  সদস্য হিসেবে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন (রাশেদ) ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাকিব হোসেন দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. একে এম শামছুল ইসলাম, সদস্য হিসেবে লেফটেন্যান্ট কর্নেল আহম্মদ দানিয়া ইসলাম (অব.) ও অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের মো. নিহার হোসেন (ফারুক) দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য সংগঠন বিধিমালা ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংঘবিধি অনুসারে, এবারের নির্বাচনে অ্যাসোসিয়েশনের সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণি সব মিলিয়ে মোট ৯২৪ জন ভোটার। সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯টি পদের জন্য ১৪ জন প্রার্থী অংশ নেবেন। তারা হলেন- মো. আজহারুল হক চৌধুরী, মো. ইরফান উদ্দিন সাইমুন, মোহাম্মদ আমিনুল হাকিম, মো. আসাদুজ্জামান সুজন, মো. শরিফুল ইসলাম, মাহবুব আলম রাজু, সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম সিদ্দিক, মো. মিঠু হাওলাদার, নাজমুল করিম ভূঁঞা, মো. রেজাউল ইসলাম, নেয়ামুল হক খান, রাশেদুর রহমান রাজন ও মঈন উদ্দিন আহমেদ।

সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪টি পদের জন্য ১০ জন প্রার্থী। তারা হলেন- তারিক হাসান তূর্য, মোহাম্মদ আলমগীর হোসেন, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, মো. জুবায়ের ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মো. ইমদাদুল হক মিলন, এস এম সাইফুল ইসলাম সেলিম, মো. নাছির উদ্দীন, রাইসুল ইসলাম তুহিন ও আনোয়ার আহমেদ। অর্থাৎ মোট ২৪ জন প্রার্থী থেকে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করবেন।  

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে একইদিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণি থেকে থেকে ৪ জনসহ মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরে আগামী ১৯ মে নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য থেকে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ