বিশ্বপ্রযুক্তির চেহারা যেমন দ্রুতই পরিবর্তন হচ্ছে। ঠিক এর বিপরীতে বাড়ছে বাণিজ্যিক অস্থিরতা।
এ ধারায় স্যামসাং আবারও নতুন করে পেটেন্ট মামলায় অভিযুক্ত হয়েছে। দাবি তুলেছে আরেক খ্যাতনামা সুইডিশ মোবাইল ফোন নির্মাতা এরিকসন। সংবাদমাধ্যম সূত্র এ দিয়েছে।
গত দুবছর ধরে চলে আসা বিতর্কের নিস্পতিত্ত না হওয়ায় অবশেষে এরিকসন মামলায় স্যামসাংকে অভিযুক্ত করেছে। এ নিয়ে স্যামসাং আবারও পেটেন্ট ঝামেলায় জরিয়ে পড়ল।
প্রসঙ্গত, বাণিজ্যিক সুসম্পর্ক এবং ব্যবসা প্রসারে এ দু শীর্ষ নির্মাতা ২০০১ সালে পেটেন্ট নিয়ে সমঝোতা চুক্তি সই করে। এ চুক্তি ২০০৭ সাল পর্যন্ত টেকসই হয়। কিন্তু এরপরই ফ্রেন্ডস শর্তে পেটেন্ট মামলা নিয়ে দু প্রতিষ্ঠানের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
এদিকে ফ্রান্ড (ফেয়ার, রিজনেবল অ্যান্ড নন-ডিসক্রিমিরটরি) শর্তের অধীনে শিল্প রক্ষার কোনো ধরনের বৈধ সমঝোতা না হওয়ার অবশেসে দীর্ঘদিন ধরে চলে আসা সম্পর্কে ফাটল ধরে। এরই মধ্যে মামলা গড়িয়েছে আদালতে। বাণিজ্যিক সুসস্পর্ক এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ দুটি প্রতিষ্ঠান যে সমঝোতা অব্যাহত রেখেছিল তা শেষ পর্যন্ত ভেস্তেই গেল।
স্যামসাংয়ের সঙ্গে পেটেন্ট মামলায় কোনো সমঝোতায় না পৌঁছতে পেরে আইনের দারস্থ হয় এরিকসন। যুক্তরাষ্ট্রের টেক্সাস জেলা আদালতে এ মামলা দায়ের করা হয়।
অবয়ব এবং টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের কারিগরি মানোন্নয়নে আন্তঃচুক্তি থেকে এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্যামসাং আর এরিকসন। প্রসঙ্গত, এ মুহূর্তে অভিযোগকারী সুইডিশ নির্মাতা এরিকসনের ১০০টি বৈধ বাণিজ্যিক চুক্তির নিয়মে কাজ করছে। এ ছাড়াও আছে ৩০ হাজার পেটেন্টের মালিকানা।
বাংলাদেশ সময় ২২২৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২