ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রেকর্ড হচ্ছে টুইটের সব বার্তা

শেরিফ সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
রেকর্ড হচ্ছে টুইটের সব বার্তা

সামাজিক সংবাদ বিনিময় মাধ্যম হিসেবে টুইটার অপ্রতিদ্বন্দ্বী। এ পর্যন্ত টুইটার গ্রাহকদের করা সব ধরনের টুইট একটি আর্ক‍াইভে পাওয়া যাবে।

এমনটাই বলছে কয়েকটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম।

এ ছাড়াও ২৭ নভেম্বর মঙ্গলবার টুইটারের প্রধান নির্বাহী ডিক কোস্তোলো গণমাধ্যমে এ কথা নিশ্চিত করেছেন। এ বছরের মধ্যভাগে টুইট আর্কাইভ তৈরিতে কাজ করছে বলে ডিক জানিয়েছিলেন।

এরপর থেকেই টুইটার গ্রাহকেরা এ সংবাদ ঘোষণার অপেক্ষায় ছিলেন। সবার অপেক্ষা ভেঙে ডিক বলেন, এ বছরের শেষভাগেই গ্রাহকেরা তাদের সব টুইটবার্তাগুলো ডাউনলোড করতে পারবেন।

এদিকে ১৪০ শব্দে টুইট করার সীমাবদ্ধতা নিয়েও আলোচনা চলছিল প্রযুক্তিজগতে। সংশ্লিষ্টদের ভাবনা এ মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় এ সোশ্যাল সাইটে ব্যবহারকারীর ইচ্ছ‍ামত শব্দে তাদের মনের কথা বলতে পারবেন।

কিন্তু ডিক সবার ধারণা ভেঙে দিয়ে বলেন, এ বছর ইউনিভার্সিটি অব মিশিগানে এক বক্তৃতায় আমি বলেছি, টুইটার কখনও বদলাবে না। ১৪০ শব্দের ভেতরেই সব কিছু বলতে হবে। তাই মানুষের সামনে ঘোষণা দিয়েই দিয়েছি। একে বদলানো আর সম্ভব নয়।

এ সময়ে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় অবস্থানে আছে টুইটার। টুইটারের এগিয়ে যাওয়া নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এ মুহুর্তে প্রতিদিন ৪০ কোটি টুইটবার্তা পোস্ট হয়।

বাংলাদেশ সময় ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।