ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

কেন আইফোন পছন্দ করেন তারকারা

তথ্য-প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, সেপ্টেম্বর ৪, ২০২৫
কেন আইফোন পছন্দ করেন তারকারা

আমেরিকান টেক কোম্পানি অ্যাপল আইফোন তৈরি করে। এই ফোনের জনপ্রিয়তা তুঙ্গে।

কিন্তু দাম বেশি হওয়ার কারণে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে এই স্মার্টফোন। তবুও অনেকেরই স্বপ্ন আইফোন ব্যবহার করার। আপনি কি জানেন, খেলোয়াড় ও শিল্পপতি থেকে শুরু করে দেশ-বিদেশের অভিনেতা-অভিনেত্রীদের কেন প্রথম পছন্দ আইফোন? এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। তবে এক্ষেত্রে প্রথমেই বলতে হবে নিরাপত্তার কথা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোন অনেক বেশি নিরাপদ। খুব সহজে হ্যাকিংয়ের মাধ্যমে সাইবার অপরাধীরা এর ভেতরে ঢুকতে পারেন না। ফলে নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ্‌লের তৈরি স্মার্টফোন ডিভাইসটিকে বেশি পছন্দ করেন তারা।

দ্বিতীয়ত, ভারতে আইফোনকে ‘আভিজাত্যের প্রতীক’ হিসেবে দেখা হয়। সেই কারণেও তারকাদের মধ্যে অ্যাপ্‌লের স্মার্টফোন ডিভাইসটি বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। তবে সাধারণ খেটে খাওয়া আমজনতার তুলনায় সেলেবদের ব্যস্ততা থাকে অনেক বেশি। ফলে অ্যান্ড্রয়েড ফোনের মতো একাধিক বিকল্প যুক্ত এবং বিনোদনমূলক ফোন চান না তারা। তারকাদের কাছে স্মার্টফোন একটি কাজের যন্ত্র মাত্র। সেই কারণে তাদের ‘অটোমেটিক চয়েস’ হয়ে গিয়েছে আইফোন।

সমীক্ষায় দেখা গেছে, তারকাদের স্মার্টফোনে থাকে না একাধিক অ্যাপ। মূলত দৈনন্দিন কাজে ব্যবহার করা টুলগুলি ডাউনলোড করে থাকেন তারা। এ ছাড়া প্রয়োজনীয় সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এবং দুই-একটি বিনোদন অ্যাপ মোবাইল ফোনে রাখতে দেখা গিয়েছে সেলেবদের একাংশকে। আইফোনের বাস্তুতন্ত্রে এটা করা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় অনেক বেশি সহজ।

এ ছাড়া অ্যাপ্‌লের স্মার্টফোন ডিভাইসটির ব্যবহারের অভিজ্ঞতাও অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই ভাল। বাজারের যে কোনও অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কিছু না কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর সেটাই এড়াতে চান তারকারা। ফলে কিছুটা বেশি খরচ করে আইফোন হাতে তুলে নিচ্ছেন তারা।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।